Memory Lane

সেই সব রঙিন দিনগুলি

আমার জীবনের একেবারে আদি স্মৃতির সাথে একটি চিতা বাঘ জড়িয়ে রয়েছে। নাদু ভাইয়ের কোলে আমি। সামনে খাঁচায় বন্দী একটা চিতা বাঘ। খাঁচাটা বেশ ছোট। তার ভেতরেই বাঘটা ঘোরাফেরা করছে। রাগে ফুঁসছে। নাদু ভাই আমাকে একেবারে বাঘটার মুখের কাছে নিয়ে গেল। বাঘটি মহা বিরক্ত হয়ে বিশাল একটা হালুম দিল। আমি ভ্যাঁ করে কেঁদে ফেললাম। এইটিই সেই প্রথম স্মৃতি। আমার বাবা তখন মেহেরপুরের মহকুমা হাকিম আর নাদু ভাই তাঁর আর্দালি। ইংরেজি অর্ডারলি’র বঙ্গজিকরণ হলো আর্দালি। আজকাল পিওন বলে যাদের সম্বোধন করা হয়।

Aly Zaker as young adult

ভালবাসাময় নষ্টালজিয়া

সারা জীবন সবাই মিলে একসাথে হৈ হুল্লোড় করে দিন কেটেছে আমার। এর বেশিরভাগই কেটেছে পরিবারের সবার সাথে। বস্তুতপক্ষে এই পরিণত বয়সে এসে পেছন ফিরে তাকালে বুঝতে পারি আমার সকল আনন্দ-উদ্দীপনা, সকল আবেগ-আতিশয্য পরিবারকে কেন্দ্র করেই। সেই উনিশশো’ উনসত্তরে আমার নানা-নানীর বিবাহ বার্ষিকী পালন করেছিলাম কালকাতায়। সেই সময় গুনে দেখেছিলাম যে, আমার নানার বংশ উদ্ভূত আপন মামাতো খালাতো ভাইবোনের সংখ্যাই ছিলো তেতাল্লিশ। আমরা সবাই ছিলাম, কথ্য ভাষায় যেমন বলা হয়ে থাকে, মায়ের দিকের ফার্স্ট কাজিনস্।

Tributes to Aly Zaker

Achievements and Awards

পুরস্কার সমূহঃ 

  • ১৯৭৭ – বাংলাদেশ শিল্পকলা একাডেমী শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার
  • ১৯৮৪ – নাট্যক্ষেত্রে অবদানের জন্য ‘ক্রিটিকস সার্কল অব ইন্ডিয়া’ পুরস্কার
  • ১৯৮৪ – মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য ‘সিকয়েন্স অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কার
  • ১৯৮৬ – নাট্যক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু পুরস্কার
  • ১৯৮৮ – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা – নাট্য সভা পুরস্কার
  • ১৯৮৯ – নাট্য অঙ্গনে সফল ব্যক্তিত্ব হিসেবে কথাকলি পুরস্কার
  • ১৯৯২ – ‘যায় যায় দিন’ সাময়িকী কর্তৃক টেলিভিশনে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা পুরস্কার
  • ১৯৯৫ – অভিনয়ে অবদানের জন্য তারকালোক পুরস্কার
  • ১৯৯৭ – শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা – বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার
  • ১৯৯৮ – মঞ্চনাটকে অবদানের জন্য মাহফুযুল্লাহ এবং জেবুন্নেসা পদক
  • ১৯৯৯ – রাষ্ট্রীয় সম্মাননা – একুশে পদক
  • ২০০৪ – অ্যাডক্লাব বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কার
  • ২০০৫ – মঞ্চনাটকে অবদানের জন্য মুনীর চৌধুরী পদক
  • ২০১৭ – মঞ্চনাটকে সেলিম আল দীন পদক
  • ২০১৭ – নরেন বিশ্বাস পদক
  • ২০১৮ – দি ডেইলি স্টার আজীবন সম্মাননা পুরস্কার
  • ২০১৯ – মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার
  • ২০১৯ – বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ
  • ২০২০ – কালের কণ্ঠ গুণীজন সম্মাননা